• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

ফের হেলমেট না পরে বিতর্কে দিলীপ ঘোষ

শনিবার সকালে দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত বাইক চালিয়ে যান দিলীপ। তাঁর মাথায় হেলমেট ছিল না।

ফের হেলমেট না পরে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত বাইক চালিয়ে যান দিলীপ। তাঁর মাথায় হেলমেট ছিল না। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ”সরকার ঠিক নেই তো লাইফ সেভ হবে কী করে!”

এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। এছাড়াও ছিল জেলা নেতৃত্ব। কারও মাথাতেই হেলমেট ছিল না। এদিন দিলীপ বলেন, ”আগে সংগঠনের কাজে সাইকেল, মোটর সাইকেলই চালাতাম। এখন পার্টির কারণে গাড়িতে ঘুরতে হয়। সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছে। যারা সংগঠন করে তাঁদের এই অভ্যাসটা রাখতে হয়। তাই সুযোগ পেয়ে কর্মীদের সঙ্গে একটু চালালাম।”

ট্রাফিক আইন অমান্য করায় অমান্য করায় বিজেপি নিতে দিলীপ ঘোষের জরিমানা হবে কি না তা এখনও স্পষ্ট হয়নি। এবিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। পাশাপাশি দিলীপ ঘোষেরও এবিষয়ে ডোন্ট কেয়ার মনোভাব। তাহলে কি জনপ্রিয় নেতা বলেই আইন ভাঙার সাহস পেলেন তিনি ? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর আগে ২০১৭ সালে রায়গঞ্জ সফরে গিয়ে পুরভোটের আগে হেলমেট ছাড়া বাইক চালিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর গাড়িতে পিলিয়ন রাইডার ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর মাথাতেও হেলমেট ছিল না। এবার ২০২৪ সালে ফের হেলমেট–বিতর্কে জড়ালেন দিলীপ।