দিঘায় হােটেলের ভিতরে ঢুকে হােটেলের মালিককে শ্বাস রােধ করে খুন করার অভিযােগে অভিযুক্ত গ্রেপ্তার। অভিযুক্তকে কাঁথি আদালতে তােলা হলে বিচারক অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
সেদিন হােটেল মালিকের মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ির ফাঁস দিয়ে সজোরে বেঁধে দেয়। ঘটনায় জানা যায় নিউ দীঘা সুমন হােটেলের মালিক ছিলেন সুব্রত সরকার, গতকাল রাতে তিনি যথারীতি রাতের খাবার খেয়ে সকাল ঘুমােতে যান, বেলায় হােটেলের স্টাফ ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ পায়নি। তারপর দীঘা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে সুব্রতবাবুর মৃতদেহ উদ্ধার করে।
Advertisement
ওই হােটেল মালিককে খুনের ঘটনায় রামনগরের ঠিকরার তাবরা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ। জামিল শাহ নামের ধৃত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রী। গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তােলা হয়। বিচারক অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement



