নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার-সহ উত্তরের একাধিক জেলায় রয়েছে তাঁর বিভিন্ন কর্মসূচি। রাজ্যজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। জেলার প্রতিটি তৃণমূল শিবির ও ক্যাম্প পরিদর্শন করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, ‘নভেম্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন। বিজেপিকে শূন্যে নামিয়ে আনাই একমাত্র লক্ষ্য।‘
Advertisement
অন্যদিকে ‘নবজোয়ার-২’ কর্মসূচি কবে শুরু হবে তা নিয়েও জল্পনা রয়েছে। দলের তরফে খবর, নয়া ফরম্যাটে আসতে পারে নবজোয়ার-২। সেই ঘোষণা অভিষেক উত্তরবঙ্গ সফর থেকেই করতে পারেন বলে খবর।
Advertisement
এসআইআরের এনুমারেশন ফর্ম বিলি হওয়ার আগে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ৬২০০টি ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন। ক্যাম্পের পাশাপাশি মানুষের পাশে থাকারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি ২৯৪টি বিধানসভার প্রতিটিতে ‘ওয়ার রুম’ তৈরির কথাও জানান তৃণমূল সাংসদ। জেলা সফরে যাওয়ার ইঙ্গিতও বৈঠক থেকে সেই সময় দেওয়া হয়েছিল। এই সফর সেই নির্দেশেরই বাস্তব রূপায়ন বলে মনে করা হচ্ছে।
জেলাজুড়ে অভিষেকের সফর ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিহারে এনডিএ জোটের বিপুল ভোটে জয়ের পর স্বাভাবিক ভাবেই অভিষেকের উত্তরবঙ্গ সফর ঘিরে থাকবে বাড়তি উত্তেজনা। অভিষেক নতুন কী বার্তা দেন এবং উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে কতটা বদল ঘটে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Advertisement



