• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মৃত্যু তরুণীর, গ্রেফতার ১

অশান্তি সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তরুণী

প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিনিধি- মঙ্গলবার মধ্যরাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বছর বত্রিশের তরুণী মাম্পি বড়ুয়া। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। অন্যদিকে, মৃতার বাবা স্বপন বড়ুয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম মনোজ হেলা। তিনি বজবজের বাসিন্দা বলেই খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর বছর চারেক আগে বিবাহ বিচ্ছেদ হয়। তারপর পরিচয় হয় মনোজের সঙ্গে। গত এক বছর ধরে আলিপুর রোডের বাড়িতে লিভ-ইন করতেন তাঁরা। সূত্রের খবর, সম্প্রতি তাঁদের মধ্যে অশান্তি বাঁধত। অনুমান সেই অশান্তি সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তরুণী। বুধবার তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মনোজ হেলাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement