• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

দুর্ঘটনায় প্রাণ গেল প্রেমিক যুগলের

ষষ্ঠীর দিন দুপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল প্রেমিক যুগল। পথ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম বেলপাহাড়ী পাঁচ নম্বর রাজ্য সড়কের বেতকুন্দুরী এলাকায়।

(প্রতিনিধিত্বমূলক ছবি: iStock)

ষষ্ঠীর দিন দুপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল প্রেমিক যুগল। বৃহস্পতিবার এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম বেলপাহাড়ী পাঁচ নম্বর রাজ্য সড়কের বেতকুন্দুরী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা মৃত ওই প্রেমিক যুগলের নাম শুভ কর ( ২৬ ) বাড়ি বিনপুর থানার দহিজুড়ী এলাকায় ও প্রেমিকার নাম মৌ মন্ডল ( ২২ ) বাড়ি আধাঁরিয়া গ্রামে।

Advertisement

স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন পূজোর কেনাকাটা করার জন্য ঝাড়গ্রাম শহরে গিয়েছিল শুভ ও মৌ। এরপর কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বেতকুন্দুরী এলাকায় একটি পিকআপ ভ্যানকে পাশ কাটানাের সময় পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হল শুভ করের।

Advertisement

Advertisement