পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত, রাজ্যসভায় জানালেন নীতীন গড়কড়ি

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন ওয়ার্ল্ড রেকর্ড স্ট্যাটিসটিক্স ২০১৮-র সাম্প্রতিক তথ্য তুলে জানিয়েছেন,সারা বিশ্বে পথ দুর্ঘটনায় শীর্ষস্থানে ভারত।

Written by SNS Delhi | April 8, 2022 11:42 pm

পথ দুর্ঘটনায়সারা সবচেয়ে বেশি মৃত্যু হয় ভারতে। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে গড়করি। লিখিত জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন ওয়ার্ল্ড রেকর্ড স্ট্যাটিসটিক্স ২০১৮-র সাম্প্রতিক সংখ্যা থেকে এই তথ্য তুলে ধরে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সারা বিশ্বে পথ দুর্ঘটনায় হওয়া মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে ভারত।

দুর্ঘটনায় জখম হওয়ার পরিসংখ্যানে ভারতের স্থান তিন জেনেভায় অবস্থিত ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন এই তথ্য প্রকাশ করে।

এদিন ২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে গড়করি জানিয়েছেন, পথ দুর্ঘটনায় মৃতদের ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ৪৫-র মধ্যে।

এছাড়া ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২০ সালে দেশে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬ টি দুর্ঘটনা হয়েছে। তাতে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জন। আহত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন।

এরই পাশাপাশি ওই তথ্য থেকে জানা যাচ্ছে পথ দুর্ঘটনার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রেই কারণ অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর প্রবণতা এর ফলে ৭৫ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন ২ ল ৯ হাজার ৭৩৬ জন। দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে ৪৩.৬ শতাংশ টু হুইলারের দুর্ঘটনায় পড়েছেন।

এ ছাড়া বাস-গাড়ি ও ট্রাকের ক্ষেত্রে তা ৩.১ শতাংশ ১৩.২ শতাংশ ও ১২.৮ শতাংশ। গোটা বিশ্বে সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে আমেরিকার পরেই ভারতের স্থান।

কিন্তু ভারতের পরিবহন ব্যবস্থায় প্রয়োগগত সমস্যা রয়েছে। তার ফলেই এত বেশি দুর্ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে।