• facebook
  • twitter
Friday, 30 January, 2026

করােনা : রাজ্যেও বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

করােনা আক্রান্তের সংখ্যা রাজ্যে পরপর দু’দিন বাড়ল। বুধবার নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন ৭০০ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

প্রতীকী ছবি (Photo: iStock)

করােনা আক্রান্তের সংখ্যা রাজ্যে পরপর দু’দিন বাড়ল। বুধবার নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন ৭০০ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন।

কলকাতায় ৭৮ জন, দার্জিলিংয়ে ৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৬৩, হাওড়ায় ৫৭, পূর্ব মেদিনীপুরে ৫২ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান দিচ্ছে, তাতে জানা যাচ্ছে এখনও পর্যন্ত বাংলায় ১৫ লক্ষ ২৫ হাজার ৬৯৯ জন আক্রান্ত হয়েছেন। মােট সংক্রমণের হার বাংলায় ৯.৪৭ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ১.৩৬ শতাংশ।

Advertisement

রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমলেও অন্যান্য রাজ্যের থেকে মােট সংক্রমণের হার বাংলায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণ গিয়েছে করােনায়। এর মধ্যে তিনজন মারা গিয়েছেন নদিয়ায়।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত ১৮ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে করােনায়।

Advertisement