চার জেলায় কনটেনমেন্ট জোন রাজ্যে, আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়ালো, সাত দিনে দ্বিগুণ

গত সোমবার যেখানে অ্যাক্টিভ করোনার সংখ্যা ছিল ২৪৫, সেখানে সোমবার (২৭ এপ্রিল) তা ৫০৪ হয়ে গেল। অর্থাৎ সাতদিনে অ্যাক্টিভ করোনার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেল।

Written by SNS Kolkata | April 28, 2020 1:32 pm

রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়ালো, সাত দিনে দ্বিগুণ। (File Photo: AFP)

করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০৪। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন, সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪ জন। করোনায় মারা গিয়েছেন ২০ জন। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২,০৪৩টি। গত চবিশ ঘন্টাতেই পরীক্ষা হয়েছে ১১৫০’টি। সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

গত সোমবার যেখানে অ্যাক্টিভ করোনার সংখ্যা ছিল ২৪৫, সেখানে সোমবার (২৭ এপ্রিল) তা ৫০৪ হয়ে গেল। অর্থাৎ সাতদিনে অ্যাক্টিভ করোনার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেল। অবশ্য সুস্থও হয়েছেন ৩৬ জন। যেখানে সুস্থতার হার গোটা দেশের নিরিখে সন্তোষজনক বলেই দাবি করলেন মুখ্যসচিব।

মুখ্যসচিব এদিন জানান, গত ন’দিন নমুনা পরীক্ষা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে মোট চোদ্দটি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে। আরও দশটি জায়গায় পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

মুখ্যসচিব বলেন, সারা ভারতে যত কোভিড হাসপাতাল তৈরি হয়েছে, তার মধ্যে ৭.৫৫ শতাংশ এই রাজ্যেই রয়েছে। আশাকর্মীরা এ পর্যন্ত প্রায় ৩.৪ কোটি মানুষের ওপর পর্যবেক্ষণ করেছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অর্থসাহায্য করার জন্য প্রচেষ্টা প্রকল্পটি ক্লোজ করা হয়নি, বরং তার অনলাইন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়ে দেন মুখ্যসচিব।

রাজ্যের চার জেলায় কনটেনমেন্ট জোন আগেই চিহ্নিত করেছিল রাজ্য সরকার। এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে-

হাওড়া জেলা- ব্যানার্জি বাগান, ফকির পাঠক লেন (৩ নং ওয়ার্ড), কালু পাড়া লেন (৪ নং ওয়ার্ড), অরবিন্দ রোড, উত্তম ঘোষ লেন, গোপাল ঘোষ লেন, কালীবার্তা পাড়া লেন, ভৈরব দত্ত লেন, নন্দীবাগান লেন, অতুল ঘোষ লেন, উপেন্দ্র মিত্র লেন, শ্যামাচরণ চৌধুরী লেন, বেলিলিয়াস রোড, সনাতন মিস্ত্রি লেন, ১২ নং জোলাপাড়া মসজিদ লেন, মধুসুদন বিশ্বাস লেন, সাতকড়ি চ্যাটার্জি লেন, রামেশ্বর মালিয়া লেন, বসিরুদ্দিন লেন, ৬৬ নং জোলাপাড়া মসজিদ লেন, গঙ্গারাম বৈরাগ্য লেন, রাজবল্লভ সাহা লেন, মহেন্দ্র রায় লেন, আরপিএফ বারাক সহ ৪৪’টি কনটেনমেন্ট জোন রয়েছে হাওড়া পুরসভা এলাকায়। বাগনান ২ এর সারহা, বালি-জগাছার সিআর দাস সরণি, দক্ষিণ চকপাড়া, ঝাউতলাও রয়েছে। এছাড়াও ডোমজুড়ের বালিটিকরি ইএসআই হাউজিং কমপ্লেক্স, ওয়াদিপুর রয়েছে। সাঁকরাইলের তিনটি গ্রাম এছাড়া শ্যামপুরের জয়নগরও কনটেনমেন্ট এলাকা বলে চিহ্নিত।

পূর্ব মেদিনীপুর জেলা- এগরা পুরসভার ১ নং ওয়ার্ডের বেশ কয়েকটি ওয়ার্ড, হলদিয়া পুরসভার দেভোগ ও দুর্গাচকের বেশ কয়েকটি ওয়ার্ড, সুতাহাটা শহীদ মাতঙ্গিনি এবং পাঁকুড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের কিছু অংশ কনটেনমেন্ট এলাকার মধ্যে রয়েছে।

উত্তর ২৪ পরগনা- এই জেলার ৫৭’টি এলাকা কনটেনমেন্ট জোনের মধ্যে পড়েছে। দক্ষিণ দমদম- এম এন রায় রোড, লেকটাউন ব্লক বি, কলকাতা-৮৯, গোলঘাটা রিড, দক্ষিণদাড়ি রোড, নাগেরবাজারের গোরক্ষবাসী রোড, কবি ভারত চন্দ্র রোড’এর মধ্যে রয়েছে। এছাড়া রানগরের তিনটি এলাকা, কামারহাটির পাঁচটি এলাকা, দমদম এয়ারপোর্ট ১নং গেট, খড়দহের বরিশালপল্লী, রহড়া, খড়দহ পুরসভা, বিরাটি, নিমতা গোলবাগান, কেকে রাণী দাস রোড, এছাড়াও বেশ কিছু এলাকা রয়েছে।

ভাটপাড়ায় দুটি, পানিহাটিতে দুটি, উত্তর বারাকপুরে দুটি, বারাসতে তিনটি, মধ্যমগ্রামে দুটি, হাবড়াতেও বেশ কয়েকটি। এছাড়া বিধাননগর কর্পোরেশনের মধ্যে চিনারপার্ক, চার্নক হসপিটাল, তেঘরিয়া শীতলা মন্দির, কৈখালী, হলদিরাম, তেঘরিয়া সেকেন্ড লেন তরুণ সংঘ পর্যন্ত, করুণাময়ী, সল্টলেকের এফডি ব্লক, ১৯৭ জি সি ব্লক, এডি ব্লক, এছাড়া বারাকপুর, নৈহাটি, বাদুড়িয়া এবং রাজারহাটের একটি করে এলাকা রয়েছে।

কলকাতা পুরসভা- এলাকায় ২৩৭’টি কনটেনমেন্ট জোন রয়েছে। এর মধ্যে দক্ষিণ কলকাতার ৬৬ নং ওয়ার্ডের তিলজলার ৪৭ গোলাম জালানি খান রোড, ৬২ জে তপসিয়া রোড, ১৯/৪/এ গুলাদ রোড, ৮৪ বি বন্ডেল রোড, পাটুলি, ১০৭ এ রাজডাঙ্গ মেন রোড, ইডি ৮৩ সহ বিভিন্ন এলাকা। মধ্যকলকাতার কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, রাধানাথ মল্লিক লেন, শ্রীগোপাল মল্লিক লেন, প্রতাপ চ্যাটার্জি লেন সহ বিভিন্ন এলাকা। উত্তর কলকাতার ৯ নং ওয়ার্ডের শ্যামপুকুরের অভয় মিত্র স্ট্রিট, ৩ নং ওয়ার্ডের জে কে ঘোষ রোড, লালময়দান, ৮৬ বেলগাছিয়া রোড, অনন্তনাথ দেব লেন, ৪ নং ওয়ার্ডের রাজামন্দিরা রোড, পাইকপাড়া বেলগাছিয়া, ৫ নং ওয়ার্ডের বেলগাছিয়া রোড (ক্ষুদিরাম বোস সরণি), ১ নং ওয়ার্ডের ৩২/৯ বি টি রোড। এছাড়াও প্রায় সিংহভাগ ওয়ার্ডের একটি বা দুটি করে এলাকা কনটেনমেন্ট জোনের মধ্যে রয়েছে।