বামেরা ১৬ টি আসন ছেড়ে প্রার্থী ঘোষণা করেছে কলকাতা পুরভোটের জন্য। অনেকে ভেবেছিলেন। কংগ্রেসের সমঝোতার লক্ষ্যে এই কৌশল নিয়েছে বামেরা।
কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি বামেদের প্রার্থীতালিকা ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, কংগ্রেস যেসব জায়গায় লড়াই দিতে সক্ষম হত, সেই সব জায়গায় প্রার্থী দেবে। কে কটা আসন ফাঁকা রাখল, সেটা কংগ্রেসের বিষয় নয়। তার এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার কংগ্রেসের তরফে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হল।
Advertisement
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তৃণমূলের টিকিট না পেয়ে দুই বিদায়ী কাউন্সিলর — ১৩৮ নং ওয়ার্ডের মমতাজ বেগম এবং ৮ নং ওয়ার্ডের পার্থ মিত্র শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে আর যোগদানের পুরস্কারও পেলেন তারা। দু’জনেই হাত শিবিরের হয়ে পুরভোটে লড়াইয়ের টিকিট পেলেন।
Advertisement
এই ভোটে বাম এবং কংগ্রেসের মধ্যে বিধানসভা ভোটের মতো নির্বাচনী জোট নেই। তাই বামেরা প্রার্থী দেওয়া সত্ত্বেও সেইসব ওয়ার্ডে লড়াইয়ের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। অর্থাৎ বামেদের সঙ্গে সরাসরি লড়াই করছে কংগ্রেস।
এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির প্রতিক্রিয়া, ‘বামেরা নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া। কয়েকটা আসন ছেড়েছে আমাদের মনে হল, আমাদেরও সরাসরি কোথাও কোথাও লড়া দরকার।’
শনিবার সন্ধ্যায় বিধান ভবন থেকে ৬৬ ওয়ার্ডের প্রার্থীতালিকা করলেন প্রকাশ পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত। একঝলকে দেখে নিন কে কোন ওয়ার্ডে লড়ছেন-
১.সফিকুল খাদিম
২.রথীন পাল
৩.সুচিত্রা বসু
৪.বীরেশ চক্রবর্তী
৫.রামকুমার ঝা
৬.প্রীতি সাউ
৭.মলয় মুখোপাধ্যায়
৮.পার্থ মিত্র
৯.পিঙ্কি সাউ
১০.প্রতাপ সেন
১১.সুখেন্দু ঘোষ
১২. তনিমা ঘোষ
১৩. তরুণকান্তি শীল
১৪. পলাশ সাহা
১৫. সুস্মিতা চক্রবর্তী
১৭. মৌমিতা কালি
১৮. অমৃতা দলুই
১৯. চন্দ্রশেখর রায়
২০. রাঘবেন্দ্র চতুর্বেদী
২৪. স্বপ্না গুপ্ত
২৭. তন্ময় মুখোপাধ্যায়
২৮. শাইনা জাভেদ
২৯. প্রকাশ উপাধ্যায়
৩১. ডা . চাঁদবাবু আনসারি
৩৫. ইন্দ্রনীল পালচৌধুরি
৩৬. রঞ্জিত চৌধুরি
৪০. আশা মোহান্তি
৪৭. মহঃ আলি
৪৮. আশিস চট্টোপাধ্যায়
৫০. মানস সরকার
৫১. রবীন্দ্র সিং
৫৩. আকবর হোসেন
৫৫. ডরোথি দেওয়ান
৫৮. সদানন্দ সাউ
৬০. মহঃ নাদিম
৬১. সাজিদ ইসমাইল
৬২. তারান্নুম জাহান
৬৩. গণপত ফ্রান্সিস
১০১. অমর ভট্টাচার্য
১০৩. দেবজ্যোতি দাস
১০৪. অভিজিৎ ঘোষ ।১০৬. বিশ্বনাথ চক্রবর্তী
১০৮. সঞ্জয় মজুমদার
১০৯. ঝুলন দাস
১১২. শ্যামল বিশ্বাস
১১৪. সুভাষচন্দ্র বোস
১১৫. স্বপন সরকার/গুরুদাস
১১৬ , শর্মিষ্ঠা সাঁপুই
১১৭. সঞ্জিতকুমার দে
১১৮. দীপা বাগড়ে
১২০. বিশ্বনাথ দাস
১২১. কৌস্তভ ভট্টাচার্য ১২২. মানসী দাস নস্কর ১২৪ প্রবীর সরকার ১২৫.কাজল বিশ্বাস
১২৬. সুভাষ কর
১২৮. গীতিকা মৃধা
১২৯. দোলন দাস
১৩০. গোষ্ঠবিহারী জানা
১৩১. সুবীর মণ্ডল
১৩২. প্রিয়া রায়
১৩৮. মমতাজ বেগম
১৩৯. আমির আলি মোল্লা
১৪১. অভিষেক বৈদ্য
১৪৪. অয়ন মিত্র
Advertisement



