আইজেএ’র শততম বর্ষ উদযাপনের সমাপ্তি অধিবেশন

Written by SNS April 1, 2024 2:03 pm

নিজস্ব প্রতিনিধি— রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান জার্নালিস্টস’ অ্যাসোসিয়েসনের (আইজেএ) ১০০তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি অধিবেশন৷ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণমন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী৷ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জিগর রমেশ যোশী, মিতেশ চন্দ্রকান্ত শেঠ, অভিষেক টিবরেওয়াল, মুকুন্দ আগরওয়াল, কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার দীপক নস্কর, অমিত সিং, আইজেইউ’র সেক্রেটারি জেনারেল এস সাবানায়াকন এবং বিশিষ্ট কবি-লেখক সৈয়দ হাসমত জালাল৷ সর্বোপরি উপস্থিত ছিলেন আইজেএ’র প্রাক্তন সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, আইজেএ’র সভাপতি কে ডি পার্থ এবং সাধারণ সম্পাদক দেবাশিস দাস৷

মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তাঁর মনোজ্ঞ ভাষণে উপস্থিত সকলের মন জয় করে নেন৷ মানবসভ্যতা থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা, তাঁর ধর্মনিরপেক্ষতার আদর্শ, কবিগুরু রবীন্দ্রনাথের দেশাত্মবোধ থেকে দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনা— এইসব বক্তব্য উঠে আসে তাঁর ভাষণে৷ তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা বদলে দেওয়ার অধিকার কারও নেই৷ দেশে গণতান্ত্রিক পরিবেশ বাঁচিয়ে রাখতে হবে এবং এক্ষেত্রে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে৷ তিনি জানান, রাজ্যের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের উন্নয়নে তাঁদের কাছে সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর৷

উল্লেখ্য, ইন্ডিয়ান জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল ১৯২২ সালে৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে আইজেএ’র ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ৷ এছাড়াও গত ১০০ বছরে সাংবাদিকদের দাবিদাওয়া তুলে ধরে ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করেছে৷ গত বছর এই সংস্থার শততম বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এদিন ছিল সেই উদযাপনের সমাপ্তি অধিবেশন৷

এই সভায় কলকাতা সহ বিভিন্ন জেলার দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন৷ জেলায় তাঁদের বিভিন্ন ধরনের কর্মসূচির কথা তাঁরা জানান৷ আর আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন বিশিষ্ট অভিনেত্রী-পরিচালক চৈতি ঘোষাল৷ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনান৷
পারস্পরিক মত বিনিময় ও ভাবনার আদান-প্রদানের আন্তরিক পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় আইজেএ’র শততম বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান৷