পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে জটিলতা

বিধানসভার শীতকালীন সদ্যসমাপ্ত অধিবেশনে পুরসভা পাশ হয়েছে হাওড়া (সংশোধনী) বিল ২০২১ বিলে এখনও অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনখড়।

Written by SNS Kolkata | November 24, 2021 7:15 pm

নির্বাচন কমিশন (Photo: IANS TWITTER)

বিধানসভার শীতকালীন সদ্যসমাপ্ত অধিবেশনে পুরসভা পাশ হয়েছে হাওড়া (সংশোধনী) বিল ২০২১ বিলে এখনও অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সংশোধনী বিলে সই করেননি তিনি। এর ফলে পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

সোমবারই ধনখড় পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সংশোধনী বিল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজভবনে চেয়ে পাঠান। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ওই দিনই রাজ্যপালের কাছে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে। সেই বিল খতিয়ে দেখে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। এবং তার পরই প্রশস্ত হবে হাওড়া পুরসভা নির্বাচন।

কিন্তু যত ক্ষণ না তিনি এই বিলে অনুমোদন দিয়ে স্বাক্ষর করছেন, তত ক্ষণ হাওড়ায় পুরভোট করতে আইনগত বাধা থাকছে। তাই এই সংক্রান্ত বিষয় রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশন ও রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়।

মঙ্গলবারই রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন ধনখড়। আসন্ন পুরভোট নিয়ে আলোচনার জন্যই ডেকে পাঠানো হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনারকে। সোমবার সকালে একটি টুইট করে ধনখড় নিজেই এ কথা জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে এখন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।

সূত্রের খবর, রাজ্যের আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করতে চান রাজ্যপাল। সে জন্যই তিনি ডেকে পাঠিয়েছেন কমিশনারকে। সেই সঙ্গে সংবিধানের দু’টি ধারার কথা সোমবারের টুইটে উল্লেখ করেন ধনখড়।

‘২৪৩ কে’ এবং ‘২৪৩ জেডএ’-সংবিধানের এই দু’টি ধারাতে সম্পর্কিত এখনও পর্যন্ত যা পরিস্থিতি, রাজ্যপাল সই না করলে ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা কম। রয়েছে পুরভোেট সাংবিধানিক নির্দেশ।