• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এসআইআর নিয়ে ছিটমহলবাসীকে আশ্বস্ত করল কমিশন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, এসআইআর–এর জন্য সাবেক ছিটমহলবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই

এসআইআর নিয়ে সাবেক ছিটমহলবাসীকে আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৃহস্পতিবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে একটি বৈঠক হয়েছিল। সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ছিটমহলবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এসআইআর–এর জন্য তাঁদের কোনও সমস্যা হবে না। জেলাশাসককে বিষয়টি দেখতে বলা হয়েছে। মনোজের এই আশ্বাসে কিছুটা স্বস্তিতে ছিটমহলবাসী।
বৃহস্পতিবার কোচবিহার জেলাশাসকের কার্যালয়ে উৎসব অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের আধিকারিকরা একটি পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, এসআইআর–এর জন্য সাবেক ছিটমহলবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। জেলাশাসকের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে। বৈঠকের পর আলোচনার জন্য সাবেক ছিটমহলের প্রতিনিধিদের ডাকেন প্রশাসনের আধিকারিকরা।
জেলাশাসক কার্যালয়ে তাঁদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ শান্তনু বালা। ছিটমহলবাসী কীভাবে এসআইআর–এর ফর্ম ফিলআপ করবেন সেই নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। অতিরিক্ত জেলাশাসক আশ্বস্ত করেছেন, ছিট বিনিময়ের সময় যাঁরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তাঁদের সমস্যা হবে না। তাঁদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। সেই তালিকার ভিত্তিতেই এসআইআর–এর কাজ হবে।
নির্বাচন কমিশনের আশ্বাসে স্বস্তি পেয়েছেন সাবেক ছিটমহল বিনিময়ের পর ভারতের নাগরিকত্ব পাওয়া বাসিন্দারা। কিন্তু যে সব মেয়েদের ছিটমহল বিনিময়ের আগে বিয়ে হয়েছিল তাঁদের এসআইআর–এর পর ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কী হবে সেই নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement