• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উপনির্বাচনে জয়ের পর নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন মমতা

মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ তিনি বড়মার মন্দিরে প্রবেশ করেন। সেই সময় তাঁর হাতে ছিল মায়ের উদ্দেশে নিবেদন করার জন্য নতুন শাড়ি।

বড়মার মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সমাজমাধ্যম।

উপনির্বাচনের ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ তিনি বড়মার মন্দিরে প্রবেশ করেন। সেই সময় তাঁর হাতে ছিল মায়ের উদ্দেশে নিবেদন করার জন্য নতুন শাড়ি। এদিন বড়মার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেন মমতা। প্রায় আধ ঘণ্টা তিনি মন্দিরে ছিলেন। পুজো দেওয়ার পর নৈহাটি অঞ্চলে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বড়মার মন্দির সংলগ্ন ঘাটটিকে বড়মার ঘাট নামে নতুন করে তৈরির নির্দেশ দেন তিনি। এই কারণে সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। পাশাপাশি তিনি বলেন, ‘নৈহাটি এবং ভাটপাড়া হাসপাতালে আলাদা করে ওপিডি তৈরি হবে।’ পাশাপাশি তিনি ঘোষণা করেন, এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি, হাইমাস্ট লাইট ইত্যাদি তৈরি হবে। এদিন পুজো দিয়ে মমতার মুখে শোনা যায় কালী, শিব, রাধাকৃষ্ণের পুজোর মন্ত্র। এছাড়াও এদিন সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, ‘৭৫ বছর সম্পূর্ণ হচ্ছে। এটাই ভারতবর্ষের সংবিধান। আমরা ঐক্যবদ্ধ ও ধর্মনিরপেক্ষ। এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা কো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।’ মমতার সঙ্গে এদিন ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে এবং নৈহাটি পুরসভার চেয়ারম্যান-সহ অন্যান্য স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

Advertisement

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভার উপনির্বাচনের দিন তৃণমূল প্রার্থী সনৎ দে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেদিন মন্দিরে পুজো বন্ধ ছিল। এই কারণে মন্দির চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন উপস্থিত দর্শনার্থীরা। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি উপনির্বাচনের ফল প্রকাশ পেয়েছে। নৈহাটি কেন্দ্রে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন সনৎ দে। আর ফলপ্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে বড়মার মন্দিরে পুজো দিতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতার পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন।

Advertisement

Advertisement