দুর্গাপুরকাণ্ডে অবশেষে নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তাঁকে আটক করা হয়েছিল। মঙ্গলবার সকালে তরুণীর সহপাঠী সহ অভিযুক্ত আরও ৫ জনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করা হয়। তারপর সন্ধ্যাতেই আটক সহপাঠীকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ছয়। পুলিশ আরও জানিয়েছে, এক জন অভিযুক্তই নির্যাতিতাকে ধর্ষণ করেছে। তবে তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি। এখনও এই ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এদিনই দুর্গাপুর মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড হয়েছে।
ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত ৬ জনকে মঙ্গলবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে ৩ ঘণ্টা ধরে ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ। পাশাপাশি এদিনই ধৃতদের মধ্যে দু’জনকে তাঁদের বাড়িও নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। এদিন পাঁচ অভিযুক্তের পাশাপাশি ডাক্তারি পড়ুয়ার সহপাঠীকেও ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। গোটা পুনর্নিমাণের ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও ধৃতদের বাড়িতে পাওয়া তথ্য ও জেরার পাওয়া তথ্য মিলিয়ে দেখা হবে।
দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্তদের মঙ্গলবার পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান সংলগ্ন ঝোপঝাড়ে নিয়ে যাওয়া হয়৷ এদিন সকালে দুই অভিযুক্ত তথা শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসির উদ্দিনকে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয় তাঁদের বাড়ি বিজড়া গ্রামে। ঘটনার দিন ওই সময় সহপাঠী সহ বাকি অভিযুক্তরা যে পোশাক পরেছিলেন, সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নির্যাতিতার পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে। পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতদের বাড়ি ও ঘটনাস্থল থেকে অপরাধের সঙ্গে সম্পর্কিত প্রমাণ খুঁজে পাওয়া যেতে পারে৷ এদিন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ও দুর্গাপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে গোটা অভিযান চালানো হয়। স্থানীয়দের একাংশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পুনর্নির্মানের পর পাঁচ অভিযুক্তকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ৷
ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল? কোন জায়গায় ওই ডাক্তারি পড়ুয়া ও তাঁর সহপাঠীর সঙ্গে অভিযুক্তদের দেখা হল? কোন পরিস্থিতিতে তরুণীর সহপাঠী তাঁকে ফেলে রেখে পালালেন? ঠিক কোন জায়গায় ঘটনাটি ঘটল? কোন স্থানে ফের তরুণীকে দেখতে পেয়ে তাঁকে হস্টেলে ফেরত নিয়ে এলেন তাঁর সহপাঠী? এই সব প্রশ্নের উত্তর ঘটনার পুনর্নির্মাণের সময় পাওয়ার চেষ্টা করেন আধিকারিকরা। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর এ রণবীর বাগ-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। যাওয়ার আগে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনার তদন্ত সঠিক পথেই চলছে৷
Advertisement