শীতলকুচিতে নির্বাচনের দিন গুলি কাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করলাে সিআইডি। আগামী ১৮ তারিখ বেলা এগারােটা নাগাদ তাকে ডেকে পাঠানাে হয়েছে ভবানী ভবনে।
গত ১০ এপ্রিল কোচবিহারে ভােটের দিন শীতলকুচির ১২৬ নং বুথে গুলি চালানাের ঘটনায় প্রকৃত তথ্য পেতে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডি আধিকারিকরা। সে কারণে তাকে ভবানীভবনে তলব করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



