• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আচমকাই বো ব্যারাকে মুখ্যমন্ত্রী

বড়দিন কেটে গিয়েছে।কিন্তু তার রেশ চলছে শহরে। এই উৎসব আবহের মধ্যেই সোমবার নবান্ন থেকে বেরিয়ে সোজা বো ব্যারাকে পৌছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বড়দিন কেটে গিয়েছে। কিন্তু তার রেশ চলছে শহরে। এই উৎসব আবহের মধ্যেই সোমবার নবান্ন থেকে বেরিয়ে সোজা বো ব্যারাকে পৌছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারলেন বো ব্যারাকের আবাসিকদের। আলোর মালায় সাজানো ঐতিহ্যমণ্ডিত বো বারক ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

Advertisement

তার আসার খবর পেয়েই উচ্ছ্বসিত এলাকাবাসীরা। তাঁরা ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন মমতা। তাঁর এই ঝটিকা সফরে খুশি বো ব্যারাকের বাসিন্দারা।

Advertisement

Advertisement