• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাজার ব্যস্ততার মধ্যেও অসুস্থ জেলাশাসকের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

শরীরের যত্ন নিচ্ছ?সাংবাদিক সম্মেলনের মাঝেই জেলাশাসকের খবর নিলেন মুখ্যমন্ত্রী।হাজার ব্যস্ততার মধ্যেও মুখ্যমীর অভিভাবকসুলভ রূপটি ধরা পড়ল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবিঃএসএনএস)

শরীরের যত্ন নিচ্ছ? সাংবাদিক সম্মেলনের মাঝেই জেলাশাসকের খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার ব্যস্ততার মধ্যেও মুখ্যমীর অভিভাবকসুলভ রূপটি ধরা পড়ল। শুক্রবার দিঘার ঘূর্ণিঝড় যশ সংক্রান্ত পর্যালােচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্ৰী।

ভারচুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিডিও। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিরও। প্রশাসনিক কাজ আলােচনার পর পুর্ণেন্দু মাঝির শারীরিক অবস্থা কেমন আছে জানতে চান মুখ্যমন্ত্রী।

Advertisement

সম্প্রতি যিনি মারণ করােনা ভাইরাসে আত্রান্ত হয়েছিলেন। জিজ্ঞেস করেন, পুর্ণেন্দু, তুমি শরীরের যত্ন নিচ্ছ? তুমি অসুস্থ অবস্থাতেও ঘর থেকে কাজ করছ। নিজেকে কিন্তু অবহেলা কোরাে না।

Advertisement

কারণ এই রােগটা অবহেলা করলেই বাড়ে। তাই সুস্থ থেকো। কেউ কিছু মনে করবে না। কারণ সবাই জানে তুমি অসুস্থ। তোমার টিম আছে, টিাই কাজ করবে। এদিনের বৈঠকে দিঘাকে এত পর্যটকদের জন্য সাজিয়ে তােলার নির্দেশ দিলেন মমতা।

আপাতত দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়ার পরই দুর্গতদের যাতে কোনও সমস্যা না হয়। সেদিকে নজর দেওয়ার নির্দেশও দেন তিনি।

Advertisement