লন্ডনে সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডনে যাচ্ছেন তিনি। আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা। ২৯ মার্চ কলকাতায় ফিরবেন তিনি।
জানা গিয়েছে, অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি কোন বিষয়ে ভাষণ দিতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর ভাষণে উঠে আসতে পারে পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রসঙ্গ। পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের বিষয়েও তিনি বক্তব্য রাখতে পারেন। এছাড়াও বাংলার অন্যান্য জনহিতকর প্রকল্পের সাফল্য নিয়ে কথা বলতে পারেন তিনি। বাংলার ইতিহাস ও পর্যটনের পরিবেশ সম্পর্কেও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে ক্ষমতার আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। দেশ, বিদেশের অগণিত শিল্পপতিরা এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকের মাধ্যমে রাজ্যে এসেছে বিনিয়োগ। এ বার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে গিয়ে ব্রিটেনে শিল্প বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই বৈঠকে থাকবেন শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিরা। মমতার একমাত্র লক্ষ্য হবে, পশ্চিমবঙ্গের জন্য বিনিয়োগ আনা। এই কারণে শিল্পমহলের আশা, এ বারের লন্ডন সফরের পর ফের রাজ্যে বিদেশি বিনিয়োগ আসতে চলেছে।
উল্লেখ্য , ২০২১ সালে মুখ্যমন্ত্রীর রোম সফরে অনুমতি দেয়নি কেন্দ্র। সে বছর নেপাল সফরের অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। ২০২৩ সালে মমতাকে দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় ছিল নবান্নের কর্তাদের। তবে সেই বার মিলেছিল বিদেশমন্ত্রকের সবুজ সংকেত। সেই সফরের সুফল পরবর্তী দু’টি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পেয়েছে রাজ্য। এ বার লন্ডন সফরের আগে ফের আশাবাদী রাজ্যের শিল্পমহল।