• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

জাপানি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ১২ নভেম্বর ওই বিশেষ সম্মান দিতে কলকাতায় আসছেন জাপানের প্রতিনিধিরা

আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের একটি বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট সম্মান দিতে চলেছে। আগামী ১২ নভেম্বর ওই বিশেষ সম্মান দিতে কলকাতায় আসছেন জাপানের প্রতিনিধিরা। আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এই বিশেষ সম্মান প্রদান করা হবে বলে খবর। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ডি লিট এবং ভুবনেশ্বরের কেআইআইটি থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছেন এই বিশেষ সম্মান।

জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দিচ্ছেন। আগামী ১২ তারিখ কলকাতার ধনধান্যে  প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মান প্রদান করবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

Advertisement

২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মান প্রদান করে কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি মুখ্যমন্ত্রীর হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাত থেকে সেই সম্মান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডি লিট ছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির তরফে মমতাকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়।

Advertisement

 গত মার্চ মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। অক্সফোর্ডের অধীন কেলগ কলেজে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়ন-সহ একাধিক বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার আন্তর্জাতিক সম্মান মুখ্যমন্ত্রীর মুকুটে যুক্ত হল।

 

Advertisement