• facebook
  • twitter
Monday, 12 January, 2026

গায়ক তথা অভিনেতা প্রশান্ত তামাং-এর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিবার সকাল ৯টা নাগাদ দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে তাঁর প্রয়াণ হয়

গায়ক তথা অভিনেতা প্রশান্ত তামাং-এর অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির দ্বারকার হাসপাতালে মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রশান্ত। তাঁর অকাল প্রয়াণে মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দার্জিলিংয়ের ছেলে এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর জড়িয়ে থাকা আমাদের কাছে বেশি প্রিয় করে তুলেছিল। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল।’

২০২৪ সালে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। শুধু তাই নয় তিনি ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজেতাও ছিলেন। নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

Advertisement

রবিবার সকাল ৯টা নাগাদ দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে তাঁর প্রয়াণ হয়। অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে এসেছিলেন। তাঁর কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে। তাই প্রশান্তের মৃত্যুর খবরে স্তম্ভিত তাঁর পরিবার ও অনুরাগীরা। কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে  উঠছে প্রশ্ন।

Advertisement

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিঙে জন্ম গ্রহণ করেন প্রশান্ত। দার্জিলিঙেই থাকতেন তিনি। কলকাতা পুলিশে একসময় কাজও করতেন। তার পরে ‘ইন্ডিয়ান আইডল ৩’-এ সুযোগ পান ও জয়ী হন। ‘পাতাললোক ২’-এর খাতিরে ফের মানুষের মন জয় করেছিলেন। তবে পাকাপাকি ভাবে মুম্বইয়ে থাকেননি কখনওই। দার্জিলিঙে স্ত্রী ও কন্যার সঙ্গে থাকতেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক প্রশান্ত তামাংয়ের অকস্মাৎ, অসময় প্রয়াণের খবর পেয়ে আমি অত্যন্ত ব্যথিত। আমাদের দার্জিলিং পাহাড়ের ছেলে এবং তাঁর কলকাতা পুলিশের সঙ্গে তিনি পেশাগতভাবে জড়িত থাকায় আমাদের বিশেষ প্রিয় হয়ে উঠেছিলেন।’

 

Advertisement