• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পার্থ–মামলায় ৩ সাক্ষীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে প্রক্রিয়া শুরু সিবিআইয়ের

১৩ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

পার্থ ও অর্পিতা চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারকের কাছে তিন সাক্ষীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে আইনি প্রক্রিয়া শুরু করল সিবিআই। গত মঙ্গলবার তিনি ফের সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন। ১৩ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগেই সাক্ষীদের গোপন জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মনে করা হচ্ছে, পার্থের জামিন রুখতেই মূলত এই পদক্ষেপ করা হচ্ছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তার করা হয়েছিল তাঁর বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই সময় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। পার্থ, অর্পিতার পরেও মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিকে এই মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে অনেকে জামিন পেলেও পার্থ এখনও জেলবন্দি।

Advertisement

 

Advertisement

এই মামলায় একাধিকবার জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এর মধ্যেই আবার চলতি বছরের অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় সিবিআই। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের তরফে আবেদন করা হয়েছিল, গত দুই বছর ধরে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। তাই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখাতে চান। এরপর পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে আদালত। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারকের কাছে সাক্ষীদের গোপন জবানবন্দি রেকর্ড করাতে তৎপরতা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement