সিবিআই হেফাজত হল লালার চার সঙ্গীর

জয়দেব মণ্ডল এদিন তার শারীরিক অসুস্থতার বিভিন্ন নথি আদালতে পেশ করে। সিবিআইয়ের হয়ে এদিন মামলাটিতে সওয়াল করেন রাকেশ কুমার।

Written by SNS Asansol | September 29, 2021 11:14 pm

সিবিআই (Photo: IANS)

অবৈধ কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযােগে সােমবার গ্রেফতার হওয়া চারজনকে এদিন। আসানসােলের বিশেষ সিবিআইয়ের আদালতে তােলা হলে বিচারক তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সিবিআই আদালতের বাইরে এদিন ছিল ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিবেশ।

এদিন সিবিআইয়ের আইনজীবী এই চারজনের বিরুদ্ধে জোরালাে অভিযােগ আনেন অবৈধ কয়লা পাচারের। যদিও আসামী পক্ষের মুখ্য আইনজীবী শেখর কুণ্ডু জোরালাে সওয়ালে বলেন, এরা বৈধভাবেই ব্যবসা করে আসছেন। যখনই তদন্ত সংস্থা এদের তলব করেছে তখনই এরা তদন্তে সহযােগিতা করেছে।

দুই পক্ষের সওয়াল জবাবের পর সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় এদিন জয়দেব মণ্ডলকে চারদিন এবং অন্য তিনজনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

জয়দেব মণ্ডল এদিন তার শারীরিক অসুস্থতার বিভিন্ন নথি আদালতে পেশ করে। সিবিআইয়ের হয়ে এদিন মামলাটিতে সওয়াল করেন রাকেশ কুমার।

যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, এদের কেউ কেউ সিনেমার প্রযােজক, কেউ পেট্রোল পাম্পের মালিক, কেউ নামে বেনামে বহু জমি এমনকি কারখানা পর্যন্ত তৈরি করেছেন। কোন পথে এত অর্থ এল। তারই সন্ধানে সিবিআই ও ইডি।