• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

কাঁথির সমবায় সমিতির নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে মামলা

রাজ্যের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ আগেই সংরক্ষণ করা হয়েছে'। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে , 'নিয়মিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি।'

কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র

ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে এই দাবি। রাজ্যের উচ্চ আদালতে দ্বারস্থ বিজেপি নেতা শঙ্কর বেরা-সহ ৫১ জন বিজেপি সমর্থিত প্রার্থী। নির্বাচনে ব্যাপক ছাপ্পা, সন্ত্রাস এবং রিগিংয়ের অভিযোগে ভোট বাতিলের দাবি জানিয়েছেন মামলাকারীরা।

মামলাকারীদের দাবি, ‘তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির প্রত্যক্ষ মদতে কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে সন্ত্রাস হয়েছে। নির্বাচনে ব্যাপক ছাপ্পা, সন্ত্রাস এবং রিগিং হয়েছে’। তাই নির্বাচন বাতিলের দাবি জানান মামলাকারীরা।

Advertisement

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী,’সিসিটিভি ফুটেজ সহ সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণ করতে হবে’। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ আগেই সংরক্ষণ করা হয়েছে’। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে , ‘নিয়মিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি।’

Advertisement

প্রসঙ্গত, কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে মোট আসন সংখ্যা ১০৮টি। যেখানে তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন। এই ব্যাঙ্কের পরিচালন কমিটির হাতে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন ছিল। মাঝে তিন বছর নির্বাচন হয়নি। ব্যাঙ্কে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত ১৫ ডিসেম্বর এই সমবায় সমিতির নির্বাচন হয়।

Advertisement