মৃত্যুর ৫৩ দিন পর পটাশপুরের নাবালিকা হত্যাকাণ্ডের নয়া মোড়। দুই জ্ঞাতি দাদার যৌন লালসার শিকার হয় সেই কিশোরী। সমাজমাধ্যমে ধর্ষণের ভিডিও ভাইরাল হতেই পুলিশের চোখে ধরা দুই অভিযুক্ত দাদা। গ্রেপ্তার হয়েছে দুই জ্ঞাতি দাদা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মির্জাপুর এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে, দেড় মাস আগে মির্জাপুরের এক নাবালিকা আত্মহত্যা করে। আত্মহত্যার কোনো কারণ বলতে পারেনি পরিবারের লোকেরা। এরপর হঠাৎ সমাজমাধ্যমে নাবালিকার ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। ঘটনাটি পটাশপুর থানার পুলিশ দেখতে পেয়ে নাবালিকার দুই জ্ঞাতি দাদাকে চিনতে পারে। এরপরই এক মারাত্মক খবর জানা গিয়েছে। পরিবারের লোকেরা জানতে পেরেছেন যে কিশোরীর দুই জ্ঞাতি দাদা তার উপর যৌন হেনস্থা করে।
Advertisement
এরপর লজ্জায় ও ভয়ে কাউকে কিছু বলতে না পেরে নাবালিকা আত্মহত্যা করে। এই ঘটনার প্রায় ৫০ দিন পর বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত দুই যুবক কিশোরীর সম্পর্কে জ্যাঠতুতো ও খুড়তুতো দাদা হন। বৃহস্পতিবার অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
Advertisement
Advertisement



