• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

পুরসভার চিকিৎসকের বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

তিনি ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরে সেখানে যোগ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়, তবে ওই রাতেই জামিনে মুক্তি পান।

কলকাতা হাইকোর্ট আপাতত চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্তের এজলাসে মামলাটির শুনানি হয়। বিচারপতি জানতে চান কেন তপোব্রতকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজ্যকে হলফনামা দিয়ে বিষয়টি জানাতে নির্দেশ দেন।
দুর্গাপুজোর কার্নিভালে রেড রোডে কলকাতা পুরসভার মেডিক্যাল টিমের সদস্য ছিলেন তপোব্রত। তিনি ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরে সেখানে যোগ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়, তবে ওই রাতেই জামিনে মুক্তি পান। তপোব্রত এফআইআর খারিজের জন্য হাই কোর্টে আবেদন করেছিলেন, যা বিচারপতি বিভাস পট্টনায়েক অনুমোদন করেন। কলকাতা পুরসভার চিকিৎসকেরা তপোব্রতের পক্ষে দাঁড়িয়ে তাঁর আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন এবং পুলিশকে ক্ষমা চাইতে বলার পরে দাবি প্রত্যাহার করেন।
আগামী ২৮ নভেম্বর নিম্ন আদালতে এই মামলার শুনানি। তার আগেই হাইকোর্টে হলফনামা জমা দেবে রাজ্য। নিম্ন আদালতের শুনানির পর হাইকোর্টে ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।