স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এখন ৯২ শতাংশ।

Written by SNS Kolkata | May 30, 2021 2:00 pm

বুদ্ধদেব ভট্টাচার্য (File Photo: Kuntal Chakrabarty/IANS)

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এখন ৯২ শতাংশ। শনিবার সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানাে হয়েছে, স্যাচুরেশনের মাত্রা স্থির রাখতে মিনিটে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। 

বৃহস্পতিবার এবং শুক্রবার তাঁকে মিনিটে ৪ লিটার অক্সিজেন দিতে হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে শর্করার মাত্রা কমে গিয়েছিল। নিজে খাওয়াদাওয়া করলেও অসুস্থতার কারণে তার পরিমাণ কমে গিয়েছিল, তাঁকে নলের সাহায্যে তরল খাবার দেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তাঁতে রাজি হননি বুদ্ধবাবু।

যদিও শুক্রবার উনি নিজেই জল এবং সুপ-সহ নানা তরল খাবার খেয়েছেন। শনিবার তাঁর শরীরে শর্করার মাত্রা স্বাভাকি হয়েছে। যদিও তাঁর আরও খাওয়া প্রয়ােজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।