• facebook
  • twitter
Friday, 13 September, 2024

বৃন্দার সভাস্থল প্রায় ফাঁকা

বেলপাহাড়ির মতাে এলাকায় মিছিল ও জনসভা রাখলেও লােক না ভরাতে পারায় আরও একবার সিপিএমের সংগঠন যে তলানিতে ঠেকেছে তা প্রমাণ হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৃন্দা কারাত

হাতেগােনা কয়েকজন কর্মী সমর্থক নিয়ে প্রচার করলেন সিপিএমের পলিটব্যুরাে সদস্য বৃন্দা কারাত।মঙ্গলবার ঝাড়গ্রাম লােকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি।বেলপাহাড়ির হাইস্কুল মাঠে এক জনসভার আয়ােজন করেছিল সিপিএম।কেন্দ্রীয় নেতৃত্বকে প্রচারে এনেও সভা ভর্তি করতে পারেনি সিপিএম।বেলপাহাড়ির মতাে এলাকায় মিছিল ও জনসভা রাখলেও লােক না ভরাতে পারায় আরও একবার সিপিএমের সংগঠন যে তলানিতে ঠেকেছে তা প্রমাণ হল বলে মনে করছে রাজনৈতিক মহল।এদিন জেলা সিপিএমের নেতৃত্ব বেলপাহাড়ি চকে প্রথমে প্রার্থীকে নিয়ে একটি মিছিল হয়।উপস্থিত ছিলেন সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম,কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত,জেলা সিপিএমের সম্পাদক পুলিনবিহারী বাস্কে প্রমুখ।মিছিলের পর বেলপাহাড়ি হাইস্কুল মাঠে জনসভাটি হয়।মাঠটি প্রায় ফাঁকাই পড়েছিল।বৃন্দা বলেছেন,“কেন্দ্র আদিবাসীদের বঞ্চনা করছে।সেই নীতি রাজ্য অনুসরণ করে চলেছে।আগামীতে আদিবাসী মানুষদের প্রচণ্ড সমস্যায় পড়তে হবে।তাদের জীবনযাত্রা আরও খারাপ হয়ে যাবে।বাম পন্থীরাই মুক্তির পথ দেখাতে পারে।তারা আদিবাসীদের জল,জমির অধিকার নিয়ে আন্দোলন করছে’।