বাংলা আকাদেমির চেয়ারপার্সন ব্রাত্য বসু

রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ অনুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হল আরও অনেক বিশিষ্টকে।

Written by SNS Kolkata | January 21, 2022 2:15 pm

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন হলেন ব্রাত্য বসু। সদ্য প্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় এই পদে আনা হল ব্রাত্যকে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ অনুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হল আরও অনেক বিশিষ্টকে।

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে।

বাংলা আকাদেমির সদস্য হলেন জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় শ্রীজাত এবং অর্পিতা ঘোষও। এছাড়াও সদস্যমণ্ডলীতে জায়গা করে নিলেন সুবোধ সরকার , অভীক মজুমদার , আবুল বাশার , সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায় ।