• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কেন্দ্রীয় অনলাইন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর

মঙ্গলবার ৩০ জন উপাচার্যের সঙ্গে মিটিংয়ের পর শিক্ষামন্ত্রী জানান, কোভিডের পর নতুন কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে সড়গড় হতে আরও মাস পাঁচ ছয় সময় লাগবে।

Classroom, School Building, Writing, Working, India,

মঙ্গলবার ৩০ জন উপাচার্যের সঙ্গে মিটিংয়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কোভিডের পর নতুন কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে সড়গড় হতে আরও মাস পাঁচ ছয় সময় লাগবে।

কিন্তু দেখা যাচ্ছে যে, সিবিএসই, আইসিএসই, হায়ার সেকেন্ডারি রেজাল্ট সব বেরিয়ে যাচ্ছে।

Advertisement

আমরা তখন সিদ্ধান্ত নিলাম, উপাচার্যদের যখন অসুবিধা আছে বলে বলছেন আমরা পাঁচ ছ মাস দেরি করা মানে পরবর্তী সেশনে চলে যাওয়া।

Advertisement

এই বছরটা যেহেতু কোভিডের পর, আমরা তাই সিদ্ধান্ত নিলাম নতুন সিস্টেমে যদি অসুবিধা হয় তাহলে এ বছরটা হবে না। সামনের বছর থেকে এটা আমরা লাগু করব।’

একইসঙ্গে শিক্ষামন্ত্রী যোগ করেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এগিয়ে ছিলাম। কিন্তু অনেকগুলি ক্যাটেগরির ব্যাপার রয়েছে। উপাচার্যরা নির্ভুল হতে চাইছেন।’

এদিকে রাজ্যপাল এই বৈঠক থেকে বেরিয়ে এই সিদ্ধান্ত নিয়ে যে টুইট করেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “উনি রাজ্যের রাজ্যপাল। কোনো একটি নির্দিষ্ট দলের না।

আমরা যে কথাগুলো ওনাকে দলবতভাবে বলে এলাম, সে বিষয়ে একটি বাক্য না লিখে উনি যদি একতরফা এইভাবে লেখেন এটিকে দুর্ভাগ্য জনকই বলবো”।

Advertisement