দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ডোজের প্রক্রিয়া, চিন্তা বাড়াচ্ছে কলকাতা-সহ পাঁচ জেলার কোভিড গ্রাফ

স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৮৭ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলার ১৬,৬৫,২২১ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।

Written by SNS Kolkata | January 11, 2022 11:56 am

গত ২৪ ঘণ্টায় ছবিটা সামান্য বদলালো। টেস্টিং তুলনামূলক কমতে নিম্নমুখী সংক্রমণ তবে উদ্বেগজনক রাজ্যের পজিটিভিটি রেট। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে হাজারের গণ্ডি পেরনো কলকাতা-সহ পাঁচ জেলার কোভিড গ্রাফ।

সোমবার স্বাস্থ্যদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। গতকাল যে সংখ্যাটা ২৪ হাজার ছাড়িয়েছিল। এর মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৫৫৬৬ জন।

সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪২৯৭ জন। আরও তিন জেলায় হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ।

দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, এবং পশ্চিম বর্ধমানের একদিনে সংক্রমিত যথাক্রমে ১২৫৫, ১৬২৫ এবং ১০০৮ জন। ফলে রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হল ১৭ লক্ষ ৭৪ হাজার ৩৩২। একলাফে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ।

এদিকে বাংলায় একদিনে করোনায় প্রাণ হারালেন ১৬ জন। যার মধ্যে শহর কলকাতায় মৃত ৪। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৯১৭ জন। তবে মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ীও হচ্ছেন বহু মানুষ।

স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৮৭ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলার ১৬,৬৫,২২১ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।

করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। তবে চিকিৎসকদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় দেখা দিয়েছে সমস্যা।

পরীক্ষার পাঁচদিন পরও অনেক ক্ষেত্রে মিলছে না রিপোর্ট। এমন পরিস্থিতিতে হাতিয়ার টিকাকরণ। আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ডোজের প্রক্রিয়া।

স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধাদের পাশাপাশি কো-মবিডিটি রয়েছে, এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরাও পাচ্ছেন বুস্টার ডোজ। বাংলাতেও আজ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বুস্টার ডোজ নেওয়ার লাইন পড়েছে।