• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এক মাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বর থেকে ফের এক মহিলার দেহ উদ্ধার

রবিবার সকালে বিষ্ণুপুর থানার দমদমা ঘাট থেকে এক ষাটোর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

প্রতীকী ছবি।

দ্বারকেশ্বর নদ যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে! গত এক মাসে এই নদ থেকে উদ্ধার হল ৮টি মৃতদেহ। রবিবার সকালে বিষ্ণুপুর থানার দমদমা ঘাট থেকে এক ষাটোর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

স্থানীয় ফেরিঘাটের নৌকা চালকেরা রবিবার সকালে নৌকা চালানোর সময় একটি দেহ ভেসে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা মৃতদেহটিকে পাড়ের দিকে টেনে এনে বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মালা শীট (৬০)। তিনি বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, স্নান করতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়েছিলেন তিনি।

Advertisement

উল্লেখ্য, টানা নিম্নচাপ এবং ভারী বর্ষণের জেরে দ্বারকেশ্বর নদ সহ বাঁকুড়ার একাধিক নদীতে প্রবল জলস্রোত বইছে বর্ষার শুরু থেকেই। কখনও স্নান করতে গিয়ে, কখনও বা নদীর পাড় ধরে চলার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু ঘটছে একের পর এক মানুষের।

Advertisement

স্থানীয় বাসিন্দারা নদীর এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত সতর্কবার্তা, সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা নেই। ফলে এই ধরনের দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দ্বারকেশ্বর নদ বর্ষায় মৃত্যুকূপে পরিণত হবে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে।

Advertisement