লায়ন্সের উদ্যোগে রক্তদান শিবির

বৃহত্তম এই ক্লাবের বেশ কয়েকটি প্রকল্প ও চলে। ইদানিং রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে ক্লাব। শুক্রবারও ক্লাব প্রাঙ্গনে হয় রক্তদান শিবির।

Written by SNS Bardhaman | January 18, 2021 7:00 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

সারা বছরই বর্ধমান লায়ন্স ক্লাব সেবা ও জনকল্যাণমূলক কর্মসূচি চালায়। কোভিড মােকালািয় নানা মানবিক কাজকর্ম চালান সদস্যরা। বৃহত্তম এই ক্লাবের বেশ কয়েকটি প্রকল্প ও চলে। ইদানিং রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এসেছে ক্লাব। শুক্রবারও ক্লাব প্রাঙ্গনে হয় রক্তদান শিবির।

ক্লাবের ব্লাড ডােনেশন কমিটির চেয়ারম্যান রাজেশ সাউ জানান, প্রায় দশ জন মহিলা সহ পঞ্চাশ জনের রক্ত সংগ্রহ হয়েছে, শিবিরে ছিলেন ক্লাবের সভাপতি সুতপা দত্ত, সম্পাদক অনুপ নাগ, বর্ধমান থানার আই সি পিন্টু সাহা সহ অন্যান্যরা।

রাজেশ সাউ জানিয়েছেন, রােগীদের রক্তের সংকট মেটাতে আগামীদিনে তারা আরও শিবিরের আয়ােজন করবেন।