• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা বিএলও-র

গলায় ফাঁস লাগিয়ে তাঁকে আত্মহত্যা করতে দেখে নেন তাঁর পরিবারের সদস্যরা

প্রতীকী চিত্র

এসআইআর শুরুর পর থেকে এনুমারেশন ফর্ম বিলি, সংগ্রহ ও সমস্ত তথ্য ডিজিটাইজেশন করার দায়িত্বে ছিলেন বিএলও-রা। গত ১১ ডিসেম্বর এসআইআরের কাজ শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকাও প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। আর খসড়া তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া।

এই প্রক্রিয়া শুরু হতেই ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের কালিচরণপুর এলাকার এক বিএলও আত্মহত্যা করার চেষ্টা করেন। গলায় ফাঁস লাগিয়ে তাঁকে আত্মহত্যা করতে দেখে নেন তাঁর পরিবারের সদস্যরা। তারপরেই তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisement

বিএলও-র পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ওই বিএলও আধিকারিক আত্মহত্যার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এসআইআর শুরুর পর থেকেই দিনরাত পরিশ্রম করে বুথের সমস্ত ভোটারের নাম কমিশনের ওয়েবসাইটে তুলেছিলেন। খসড়া তালিকা প্রকাশের পর শুনানি প্রক্রিয়া শুরু হতেই বুথের প্রায় ১১ জন ভোটারের নামে শুনানির নোটিস আসে। এরপর থেকে মানসিক চাপে ভুগছিলেন ওই বিএলও আধিকারিক। এরপরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় চিকিৎসাধীন ওই বিএলও-র শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

বিএলও-র আত্মহত্যার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূলের সভানেত্রী মনমোহিনী বিশ্বাস বলেন, ‘এসআইআর-এর ভয়াবহতা মানুষ এখন বুঝতে পারছে ৷ কাজের চাপে বিএলও চরম পদক্ষেপ করার চেষ্টা করছেন, এটা দুর্ভাগ্যজনক। এর দায় বিজেপিকেই নিতে হবে।’ পাল্টা স্থানীয় বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, ‘যে কোনও মৃত্যু কিংবা ওই ধরনের ঘটনা ঘটলেই তৃণমূল এসআইআর বলে চিৎকার করছে। নতুন কিছু নয় এটা।’

Advertisement