গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়ার ঘটনা। নির্যাতিতার মেডিক্যাল টেস্টও হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিজয় মালাকার (৩১)। সোমবার তাঁকে আদালতে তোলা হয়। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ধৃত বিজেপি কর্মী। তাঁর দাবি, পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ও অভিযুক্ত উভয়েই হাবড়া থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে বিরক্ত করতেন ওই যুবক। মাঝেমধ্যে তাঁকে কুপ্রস্তাবও দেওয়া হত। ১১ মার্চ রাতে ওই গৃহবধূ শৌচালয় যাওয়ার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত বিজেপি কর্মী তাঁকে ধর্ষণ করেন অভিযোগ। একই সঙ্গে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয় গৃহবধূকে।
প্রথম দিকে ঘটনার কথা কাউকে জানাননি ওই নির্যাতিতা। পরে তিনি পরিবারের সদস্যদের সব কথা জানান। রবিবার বিকেলে হাবড়া থানায় ওই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এরপর পুলিশ বিজয় মালাকার নামে ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। সোমবার তাঁকে আদালতে তোলা হয়। গোপন জবানবন্দির জন্য নির্যাতিতাকেও আদালতে নিয়ে যাওয়া হয়।
হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছেন। আইন আইনের পথে চলবে। তাঁর কটাক্ষ, এটাই তো বিজেপির সংস্কৃতি। অন্যদিকে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হন, আইন আইনের পথে চলবে। এমন ঘটনা যে-ই ঘটান, তাঁর শাস্তি হোক, তবে তদন্তপ্রক্রিয়া যেন নিরপেক্ষ হয়।