• facebook
  • twitter
Friday, 5 December, 2025

“দরজা খুললে বিজেপি উড়ে যাবে”: অভিষেক

এতদিন যে কথা তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা বলে আসছিলেন, বুধবার তা আরও আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এতদিন যে কথা তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা বলে আসছিলেন, বুধবার তা আরও আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সাংসদ হিসাবে নিজের রিপোর্ট কার্ড প্রকাশের অনুষ্ঠানে থেকেই বঙ্গ বিজেপির অন্দরে ভাঙনের ইঙ্গিত দিয়ে রাখলেন খোদ অভিষেক। উসকে দিলেন জল্পনাও।

Advertisement

ইতিমধ্যেই বিজেপির বেশ কয়েকজন বিধায়ক শিবির বলেছেন, পদ্ম শিবির থেকে জোড়া ফুলে যোগ দিয়েছেন অর্জুন সিং ও । তবে কি এবার আরও কেউ?

Advertisement

অভিষেকের বক্তব্য, ” বিজেপি নেতারা তৃণমূলে আসার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা একবার দরজা খুললে দলটা উড়ে যাবে।” এখানেই শেষ নয়

এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ” ২০০ পর বলেছিলে, ৭০ এ চলে এলে।মনে রেখো তোমাদের কাছে ই ডি আছে সিবিআই আছে। অর্থবল আছে। আমাদের সঙ্গে মানুষ আছে। মমতা র ছবি ও কর্মী রা আমাদের শক্তি। এই রকম কর্মী কোথাও পাবেন না। “

Advertisement