• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজেপির বক্তা প্রশিক্ষণ শিবির জয়নগরে

মঙ্গলবার দুপুর বারােটা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত জয়নগর টাউন হলে বিজেপির বক্তা প্রশিক্ষণ শিবির হল।

বিজেপি (File Photo: IANS)

মঙ্গলবার দুপুর বারােটা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত জয়নগর টাউন হলে বিজেপির বক্তা প্রশিক্ষণ শিবির হল। শিবিরে কীভাবে কথা বলা হবে কোন বিষয় গুলি তুলে ধরতে হবে তা শেখান বােঝন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়, জয়প্রকাশ মজুমদার বিজেপির পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস প্রমুখ। 

মঙ্গলবার সন্ধ্যায় এ খবর জানালেন বিজেপির পূর্ব জেলার সাধারণ সম্পাদক মিন্টু হালদার। জানা গেল, দুই শতাধিক পুরুষ ও মহিলা কর্মী এদিন শিবিরে বক্তব্য রাখা বলা শেখেন। আগামী দশ মার্চ থেকে সতেরাে মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন সভায় বক্তব্য রাখবেন শিবিরে যােগদানকারী বিজেপি কর্মীরা। প্রতিটি সভায় প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক কর্মসূচী ও সাফল্য তুলে ধরার সাথে বর্তমান সরকারের ব্যর্থতা দুর্নীতির কথা তুলে ধরা হবে। 

Advertisement

জয়নগরে শিবিরে কৈলাস বাবুরা যা শেখালেন তা আবার জেলার প্রতিটি মন্ডলে চল্লিশ জন করে বিজেপি কর্মী কে শেখানাে হবে। বুথ র পর্যন্ত প্রশিক্ষণ পৌঁছে দেবার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির পূর্ব জেলার কর্মীরা। সকলের মরিয়া চেষ্টা শপথ জয়নগরের শিবিরে শাসকদলের ক্ষমতার আঁতুর ঘর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশ টি বিধানসভার বেশ কিছু আসনে জয় আনতেই হবে।

Advertisement

Advertisement