• facebook
  • twitter
Thursday, 11 December, 2025

বিজেপি সাংসদের মুখে ‘মাতা গিনি হাজরা’! মাতঙ্গিনীকে অসম্মান ঘিরে তৃণমূলের তীব্র আক্রমণ

তমলুকের শহিদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা— স্বাধীনতা আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তাঁর নাম বিকৃত হওয়ায় বাঙালির আবেগে স্বাভাবিক ভাবেই আঘাত লাগে।

ফাইল চিত্র

সংসদের শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা চলছিল। সেই আলোচনাতেই ফের প্রকাশ্যে এল বিজেপি জনপ্রতিনিধিদের বাংলা সম্পর্কে অজ্ঞতা। বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’, বীর বিপ্লবী সূর্য সেনকে ‘মাস্টার’, ‘বন্দে মাতরম’-কে ‘বন্দে ভারত’ বলার বিভ্রাটের পরে বৃহস্পতিবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নতুন ভুল। এবার লোকসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ দীনেশ শর্মা ভারতের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে বললেন, ‘মাতা গিনি হাজরা’! এই ঘটনার সংসদে মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়।

প্রসঙ্গত, তমলুকের শহিদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা— স্বাধীনতা আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তাঁর নাম বিকৃত হওয়ায় বাঙালির আবেগে স্বাভাবিক ভাবেই আঘাত লাগে। তৃণমূল অভিযোগ করেছে, বিজেপির নেতারা বাংলার ইতিহাস, সংস্কৃতি, বিপ্লবী বা শহিদদের সম্পর্কে ন্যূনতম জ্ঞানও রাখেন না। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে বিতর্কের মুখে পড়েছিলেন। বিজেপির আরও কয়েকজন সাংসদ-মন্ত্রীও বাংলার বিপ্লবীদের নাম উচ্চারণে একের পর এক ভুল করেছেন বলে অভিযোগ তৃণমূলের। এদিন দীনেশ শর্মার মন্তব্য সেই তালিকাকেই আরও দীর্ঘ করল।

Advertisement

ঘটনার পরেই তৃণমূল কংগ্রেস এক্স–এ পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করে। তাদের অভিযোগ, ‘বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার নাম একেবারে কচুকাটা করেছেন। লজ্জার বিষয়! বাংলার সঙ্গে যে তাঁদের যোগাযোগহীনতার বহর বাড়ছে, তারই প্রমাণ এটি। বাংলা বিরোধী বহিরাগতরা যখন অভিনয় করতে যায়, তখন এ রকমই হয়।’ তৃণমূল আরও দাবি করেছে, দীনেশ শর্মা একসময় উত্তর প্রদেশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও বাংলার ইতিহাস বা বিপ্লবীদের মর্যাদা সম্পর্কে তাঁর জ্ঞান ‘শূন্য’।

Advertisement

তৃণমূলের বক্তব্য, বিজেপি নেতারা বাংলার একজন শহিদের নামও সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। মাতঙ্গিনীর মতো বীর কন্যার নাম নিয়ে এমন উদাসীনতা বাংলার মানুষের অনুভূতিকে আঘাত করে। শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, বাংলার ইতিহাস নিয়ে এতটাই অজ্ঞতা নিয়ে কী করে সংসদে দাঁড়িয়ে ‘বাংলা সম্মান’-এর কথা বলেন বিজেপি নেতারা?

এদিকে সংসদে ভুল উচ্চারণ নিয়ে শোরগোলের মধ্যেই নতুন করে মাথাচাড়া দিল ‘বাংলা–বিরোধী বহিরাগত’ ইস্যু। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় রাজনীতিতে বাংলার ঐতিহ্যকে অপমান করার পরম্পরা তৈরি হয়ে গিয়েছে বিজেপির মধ্যে। মাতঙ্গিনীর নাম বিকৃতি সেই ধারাবাহিক অপমানেরই আর এক দৃষ্টান্ত।

Advertisement