• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

শুভেন্দুগড়ে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির, দখল তৃণমূলের

কাঁথি-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হৈপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপি। শুক্রবার অনাস্থা ভোটের মাধ্যমে ওই পঞ্চায়েত দখল করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। কাঁথি-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হৈপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপি। বৃহস্পতিবার অনাস্থা ভোটের মাধ্যমে ওই পঞ্চায়েত দখল করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি অবশ্য তৃণমূলের বিরুদ্ধে জোর করে পঞ্চায়েত দখলের অভিযোগ তুলেছে। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অশোককুমার সামন্ত।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হৈপুর গ্রাম পঞ্চায়েতে মোট ২৩টি আসন রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রতীকে জয়ী হয়েছিলেন ১২ জন। আর তৃণমূলের প্রতীকে জয়ী হন ১১ জন। স্বভাবতই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি। প্রধান কোনও কাজ করতেন না, এমনটাই অভিযোগ তৃণমূলের। এছাড়াও চুরি ও দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন প্রধান অশোক সামন্তকে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়েও আসতেন না তিনি।

এরপরই বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। কাঁথি থানার আইসির উপস্থিতিতে কড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে শুক্রবার সম্পন্ন হয় ভোটাভুটি। বিজেপির একজন সদস্য উপস্থিত হলেও বাকি সকলে অনুপস্থিত ছিলেন। তৃণমূলের ১১ জন ও বিজেপির ১ জন সদস্যের সমর্থনে পঞ্চায়েত দখল করে তৃণমূল। ভোটাভুটির মাধ্যমে স্থায়ী সমিতি ভেঙে যায়। পঞ্চায়েতে জোড়াফুল ফুটতেই আনন্দে মেতে ওঠেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শুভেন্দুর গড়ে বিজেপির এই পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে ২০২৬-এর বিধানসভা ভোটের এই পঞ্চায়েত দখল করে যথেষ্ঠ উজ্জীবিত জোড়াফুল শিবির। আবির মেখে ঢাক বাজিয়ে উৎসব করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। হৈপুর গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা নিতাই দাস বলেন, বিজেপির প্রধানের কাজে তিতিবিরক্ত হয়ে একজন তৃণমূলের দিকে ভোট দিয়েছেন। স্থায়ী সমিতি ভাঙার জন্য যে কাউকে ভোট দেওয়া যায়।

বিজেপি নেতা বিশ্বজিৎ চৌধুরী বলেন, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। আমাদের প্রধান কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ভয় দেখিয়ে বিজেপির সদস্যের ভোট জোগাড় করেছে তৃণমূল। পুলিশকে নিয়ে এই জাতীয় কাজ করছে তৃণমূল। অশোককুমার সামন্ত বলেন, বিডিও কোনও নোটিস দেননি। এর আগেও বিভিন্ন ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছি। বেআইনি স্থায়ী সমিতি নিয়েও আগামীতে আদালতের দ্বারস্থ হব।