• facebook
  • twitter
Wednesday, 28 January, 2026

শমীকের সংবর্ধনামঞ্চেই হৃদ্‌রোগে আক্রান্ত হলেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ

রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তীর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, তমোঘ্নের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিজেপির রাজ্য সভাপতি পদে শমীকের সংবর্ধনার দিনেই ঘটল বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হলেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তিনি দলের উত্তর কলকাতার জেলা সভাপতি। শুরুতে আচমকা এই ঘটনায় অনুষ্ঠানে ছন্দপতন ঘটে। দলের নেতা-কর্মীরা সঙ্গে সঙ্গেই তাঁকে রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তীর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, তমোঘ্নের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

জানা গিয়েছে, সবে তখন শুরু হয়েছে শমীকের সংবর্ধনা কর্মসূচি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাতে তখনও শংসাপত্র তুলে দেননি। ঠিক সেই সময়ে ভরা মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন উত্তর কলকাতার এই বিজেপি নেতা।

Advertisement

সূত্রের খবর, দলের তরফে আগে থেকেই নির্ধারিত করা হয়েছিল, শমীকই সুকান্তের পরবর্তী সভাপতি হবেন। সেই অনুযায়ী, বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে সভাপতি নির্বাচনের স্ক্রুটিনির কাজ শুরু হয়। তার আগে মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। যেহেতু তিনি মনোনীত প্রার্থী, সেজন্য দলের তরফে মাত্র একটি মনোনয়নই জমা পড়ে ও গৃহীত হয় এবং তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। বিজেপির কেন্দ্রীয় কমিটির নিযুক্ত নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার সায়েন্স সিটিতে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সেই শংসাপত্র তুলে দেন। এই কর্মসূচি আয়োজনে তমোঘ্নের উপর বিশেষ দায়িত্ব ছিল বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement