• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সাংগঠনিকভাবে রাজ্যকে তিনভাগে ভাগ করছে বিজেপি

সাংগঠনিকভাবে রাজ্য বিজেপিকে তিনভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পশ্চিম ভাগ নিয়ে তৈরি হচ্ছে রাঢ়বঙ্গ বিভাগ।

ফাইল ছবি

সাংগঠনিকভাবে রাজ্য বিজেপিকে তিনভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পশ্চিম ভাগ নিয়ে তৈরি হচ্ছে রাঢ়বঙ্গ বিভাগ। এই বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। দক্ষিণবঙ্গে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মূলত উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, কলকাতা নিয়ে এই বিভাগটি তৈরি হবে। উত্তরবঙ্গের দায়িত্ব পাবেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রটি আরো জানাচ্ছে এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয়ের কাজ করবেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে এইভাবে নেতাদের মধ্যে ঠান্ডা লড়াই বন্ধ করা যাবে এবং দলের সংগঠনকে তৃণমূল স্তর অব্দি আরো শক্তিশালী করা যাবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে এইভাবেই সাজাতে চাইছে বিজেপি নেতৃত্ব। আরএসএসের নির্দেশেই দলীয় সংগঠনকে এইভাবে সাজাতে চাইছে বিজেপি। দিলীপবাবু এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি।

Advertisement

তবে মেদিনীপুরে দিলীপ অনুগামী নেতারা অনেকেই দিলীপের ফিরে আসার ইঙ্গিত পেয়ে অনেকটাই চাঙ্গা। অন্যদিকে শুভেন্দু অনুগামীদের বক্তব্য, বাংলার ২১০টি বিধানসভা আসনের সংগঠনকে সরাসরি দেখবেন শুভেন্দু অধিকারী।

Advertisement

Advertisement