• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজেপি প্রার্থী প্রবীর ঘােষালের ছবিতে হাওয়াই চটি লাগানােকে কেন্দ্র করে চাঞ্চল্য

শুক্রবার হুগলির উত্তর পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘােষালের ছবিতে হাওয়াই চটি লাগানােকে কেন্দ্র করে চাঞ্চল্য কোন্নগরের জোরাপুকুর এলাকায়।

বিজেপি প্রার্থী প্রবীর ঘােষাল (Photo:[email protected])

চতুর্থ দফার ভোট শেষ প্রায় যদিও গত শুক্রবার হুগলির উত্তর পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘােষালের ছবিতে হাওয়াই চটি লাগানােকে কেন্দ্র করে চাঞ্চল্য কোন্নগরের জোরাপুকুর এলাকায়।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে ভােটের আগের দিন কোন্নগরের জোরাপুকুর এলাকায় কেউ বা কারা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘােষালের ছবি দেওয়া ফ্লেক্সে হাওয়াই চটি লাগিয়ে দেয়।

Advertisement

এবিষয়ে বিজেপির পক্ষ থেকে অভিযােগ করা হয়েছে ভােটের সময় এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।

Advertisement

অপরদিকে তৃণমূলের দাবি কোন্নগরে বিজেপির প্রার্থীকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ সকলেরই জানা। এটা বিজেপির গােষ্ঠীদ্বন্দ্বের ফল। এখন তারা তৃণমূলের ঘাড়ে দায় চাপাতে চাইছে।

Advertisement