‘বিমল গুরুং পলিটিক্যাল ক্রিমিন্যাল’: বিনয় তামাং

‘বিমল গুরুং পলিটিক্যাল ক্রিমিন্যাল’ পাহাড়ের রাজনীতি ও শান্তিশৃঙ্খলা নিয়ে সােমবার সল্টলেকে গাের্খা ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই বিস্ফোরক দাবি করলেন বিনয় তামাং।

Written by SNS Bidhannagar | November 4, 2020 2:50 pm

বিমল গুরুং (File Photo: IANS)

‘বিমল গুরুং পলিটিক্যাল ক্রিমিন্যাল’ পাহাড়ের রাজনীতি ও শান্তিশৃঙ্খলা নিয়ে সােমবার সল্টলেকে গাের্খা ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই বিস্ফোরক দাবি করলেন বিনয় তামাং। 

প্রসঙ্গত, এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে পাহাড়ের রাজনীতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিনয় তামাং, অনিত থাপা ও অন্যান্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন। ঠিক তার আগে সাংবাদিক সম্মেলন করে এহেন মন্তব্য করেন। 

তিনি বলেন, বমল গুরুংকে নিয়ে ভাবছি না, প্রশাসনের বিষয়টা দেখা উচিত। পাহাড় বর্তমানে খুব শান্ত, কিন্তু গুরুং যদি পাহাড়ে আসে, তবে অশান্তি সৃষ্টি হবে। পাহাড়ের মানুষ তাকে চায় না। তারা শান্তিতে বসবাস করতে চায়। দেশের প্রশাসনের উচিত ওর আগের ক্রিমিন্যাল রেকর্ড দেখা উচিত। 

কীভাবে পাহাড়ের শান্তি ও সুস্থ পরিবেশ রাখা যায় ও রাজনৈতিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক আছে, আমরা বিশ্বাস ভঙ্গ করতে চাই না মুখ্যমন্ত্রী ও তৃণমূল দলের সঙ্গে।