• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধর্ম নয়, ওবিসি সংরক্ষণে প্রকৃত মাপকাঠি আর্থিক অবস্থা

কমিশনের পক্ষ থেকে বলা হয়, আপাতত স্কুল, কলেজে ভৰ্তির ক্ষেত্রে আর কোনও জটিলতা নেই। নিয়োগের ক্ষেত্রেও সমস্যা নেই।

সমাজমাধ্যম-সহ একাধিক ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে বিভিন্ন প্রচার চলছে। এর ফলে মানুষের মধ্যে বিভ্ৰান্তি তৈরি হয়েছে। তাই অনগ্রসর শ্রেণিকল্যাণ কমিশন এই প্রসঙ্গে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ওবিসি সংরক্ষণ আর্থিকভাবে প্রতিটি অনগ্রসর শ্রেণির অবস্থা বিবেচনা করে করা হয়েছে। এ ক্ষেত্রে ধর্মের যে কোনও বিষয়ই জড়িত নেই তা স্পষ্ট জানিয়েছে এই কমিশন।

জানা গিয়েছে, শুক্রবার রবীন্দ্র সদনে হওয়া একটি সাংবাদিক বৈঠকে এই কমিশন ওবিসি সংরক্ষণ সম্পর্কিত বেশ কিছু বিষয়ে স্পষ্ট করেছে। পাশাপাশি, তালিকা প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। বৈঠকে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের অভিযোগ থাকতেই পারে। আইনে সে সব রিভিউ করার সুযোগ রয়েছে। কারও কোনও বিষয় যদি আপত্তি থাকে, তাঁরা রিভিউ চাইতেই পারে। সমাজমাধ্যমের বিভিন্ন আলোচনায় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বোঝা দরকার, ছেলেমেয়েদের স্কুল-কলেজে ভর্তির বিষয় এর সঙ্গে যুক্ত। চাকরির ব্যাপার আছে। তাই এটা কাম্য নয়।’

Advertisement

বিধানসভায় কমিশনের সুপারিশ ও রাজ্য মন্ত্রিসভার বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, আপাতত স্কুল, কলেজে ভৰ্তির ক্ষেত্রে আর কোনও জটিলতা নেই। নিয়োগের ক্ষেত্রেও সমস্যা নেই। হাইকোর্টের রায়ে বাতিল হওয়া মোট ১১৭টি অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্তির কাজ শুরু করেছে কমিশন।

Advertisement

Advertisement