ক্রিকেট খেলার সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ভাঙড়ের শিক্ষক

প্রিয় ছাত্রদের নিয়ে ক্রিকেট খেলার সময়ে স্কুলের মাঠেই অচৈতন্য হয়ে হৃদরোগে মারা গেলেন পোলের হাট হাইস্কুলের শিক্ষক ছত্রিশ বছরের অভিজিৎ মন্ডল।

Written by SNS Kolkata | December 16, 2021 5:40 pm

সোমবার বিকেলে নিজের বিবাহ বার্ষিকীর দিনে প্রিয় ছাত্রদের নিয়ে ক্রিকেট খেলার সময়ে স্কুলের মাঠেই অচৈতন্য হয়ে হৃদরোগে মারা গেলেন পোলের হাট হাইস্কুলের শিক্ষক ছত্রিশ বছরের অভিজিৎ মন্ডল।

এ খবর মঙ্গলবার বিকেলে জানালেন, মৃত শিক্ষক অভিজিৎ এর বন্ধু ভাঙড়ের বাসিন্দা পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য মির্জাহাসান। এ বিষয়ে মির্জাহাসান আরো জানান, অভিজিৎ এর বাবা মহাদেব মন্ডল ভাঙড়ের জমি কমিটির সহ সভাপতি।

অভিজিৎ গরীব মানুষের দরদী বন্ধু ছিল। নিজের বিবাহ বার্ষিকীতে ছাত্রদের খাওয়ানোর কথা ভেবেছিল। খেলা পাগল অভিজিৎ ছাত্রদের নিয়ে খেলার পর রাতে খাওয়াবে ঠিক করেছিল। সন্ধ্যার আগেই সব শেষ হয়ে গেল।

জানা গেল, দুপুর আড়াইটে নাগাদ ছাত্রদের নিয়ে ক্রিকেট খেলতে মাঠে নামে। এক সময় বুকে ব্যথা হচ্ছে বলে মাঠেই শুয়ে পড়ে। অচৈতন্য শিক্ষক অভিজিকে নিয়ে ভাঙড়ের জিরাণগাছা ব্লক হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

অভিজিৎ এর এভাবে মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর বাবা মা স্ত্রী কন্যা। ভেঙে পড়েছে প্রিয় ছাত্র দল প্রতিবেশি বন্ধু সহকর্মী শিক্ষক মহল। প্রিয়জনদের কথায়, অভিজিৎ এর কোনও শারীরিক সমস্যা ছিল না। সকাল থেকেই সুস্থ প্রাণবন্ত ছিল। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া।