শিশু কন্যার জলে ডুবে মৃত্যু

পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা বৃহস্পতিবার বিকেলে জানান, বিয়ের চোদ্দ বছর পরে কন্যা সন্তান পায় দুঃখী শ্যাম। ওর স্ত্রী শেফালী।

Written by SNS South 24 Parganas | January 30, 2021 5:38 pm

প্রতীকী ছবি (ছবি: iStock)

পাথরপ্রতিমার অচিন্ত্যনগরের গ্রাম প্রধান দুঃখী শ্যাম শীটের দু বছরে কন্যা ঐন্দ্রিলার জলে ডুবে মৃত্যু হলে এলাকায় শােকের ছায়া নেমে আসে। এ বিষয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা বৃহস্পতিবার বিকেলে জানান, বিয়ের চোদ্দ বছর পরে কন্যা সন্তান পায় দুঃখী শ্যাম। ওর স্ত্রী শেফালী। পাথরপ্রতিমা স্বাস্থ্য কেন্দ্রের এ এন এম।

বুধবার মা ছিল স্বাস্থ্য কেন্দ্রে। বাবা পঞ্চায়েত অফিসে। ছােট্ট ঐন্দ্রিলা দাদুর কাছে ঘুমােচ্ছিল। বিকেলে দাদু উঠে পড়ে নিজের কাজে। ঘুম থেকে উঠে ছােট্ট মেয়েটি কাউকে না দেখে বাড়ির পিছনে পুকুর পাড়ে পাড়ে চলে যায় বলে মনে করা হচেছ।

সম্ভবত এর পরে পুকুরে কোনও ভাবে পড়ে যায়। বাচ্চাটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। মর্মান্তিক ঘটনা। জানা গেল, বিধানসভার কাজ সেরে বৃহস্পতিবার রাতেই সন্তান হারানাে প্রধানের বাড়ি যাচ্ছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা।