৩১ জুলাই বাবুল ফেসবুকে লিখেছিলেন, ‘সারাজীবন একটা দলকেই সাপাের্ট করেছি মােহনবাগান। একটা দল করেছি ভারতীয় জনতা পার্টি। এটাও সুস্পষ্ট। করে দিতে চাই, আমি অন্য কোনও রাজনৈতিক দলে জয়েন করছি না। ৩১ জুলাই এমনই পােস্ট করেছিলেন বাবুল সুপ্রিয়।
সেই বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর নিজের লেখা মন্তব্যকে নিজেই ভুল প্রমাণিত করলেন। যােগ দিলেন তৃণমূলে। তার প্রথম ইনিংস হল তিনি গায়ক। দ্বিতীয় ইনিংস হল বিজেপিতে। এবারে এই গায়ক রাজনীতিবিদ তৃণমূলে এসে তার তৃতীয় ইনিংস শুরু করলেন।
Advertisement
Advertisement
Advertisement



