বীরভূম সফরের পর ফের অনুব্রতে আস্থা মুখ্যমন্ত্রীর। দলে মর্যাদা ফিরিয়ে দেওয়ার পর এবার ফিরিয়ে দেওয়া হল পূর্বের নিরাপত্তা ব্যবস্থা। সোমবার তৃণমূলের সর্বময় নেত্রীর সঙ্গে বৈঠকের পর জেলা কোর কমিটির আহ্বায়ক হয়েছেন অনুব্রত মণ্ডল। এবার নিরাপত্তা ব্যবস্থাও ফিরে পেলেন তিনি। বুধবার বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রতকে পুনরায় ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত দেহরক্ষীই নয়, সেই সঙ্গে জোরদার করা হয়েছে তাঁর বাড়ির নিরাপত্তাও।
প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রতের ভাইরাল অডিয়ো কাণ্ডের পর তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। সেই অডিওতে আইসি-কে গালিগালাজ করতে শোনা যায় (দৈনিক স্টেটসম্যান অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি)। কিন্তু কেষ্ট এবং তাঁর অনুগামীরা সেই অডিও-র সত্যতা অস্বীকার করেন। তাঁর অনুগামীরা দাবি করেন, এই অডিও ভুয়ো, এআই দিয়ে কেষ্টর কণ্ঠস্বর তৈরি করে বিরোধীরা ফাঁসানোর চেষ্টা করেছেন। কিন্তু পুলিশের তরফে এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তার আগেই কমানো হয় কেষ্টর নিরাপত্তা। মঙ্গলবার রাত থেকে ফের সেই নিরাপত্তা ব্যবস্থা বহাল করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



