বারাবনির দোমহানিতে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে এক সচেতনতামুলক পদযাত্রা অনুষ্ঠিত হলো।
রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার উদ্যোগে এই সচেতনতা মুলক পদযাত্রা করা হয়েছে।
Advertisement
এদিনের সচেতনতা মূলক পদযাত্রায় বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিমা প্রধান ,বারাবনির সিআই শিবনাথ পাল ,বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডল ,বারাবনি থানার সাব ইন্সপেক্টর স্নেহাশিস রায় ,জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ,বরাবনি থানা সিপিবিএফ কর্মী ,দোমোহানি কেলেজোড়া বয়েজ স্কুল গার্লস স্কুলের ছেলেমেয়েরা, দোমহানি ক্যারাটে একাডেমির ছাত্র – ছাত্রী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
Advertisement
এই সচেতনতা মুলক পদযাত্রার মাধ্যমে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে সকলকেই সচেতনতা করা হয়েছে।
Advertisement



