এসআইআর আতঙ্কে রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ। আর এদিনও এল মৃত্যুর খবর। হাওড়ার উলুবেড়িয়ায় আত্মঘাতী হয়েছেন এক যুবক। অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়।
মঙ্গলবার সকালে উলুবেড়িয়ায় নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর তিরিশের জাহির মালের দেহ। উলুবেড়িয়া ২ ব্লকের খালিসানির বাসিন্দা জাহির মাল। নথিতে নাম ভুল থাকায় আতঙ্কে ছিলেন বলে খবর। এসআইআর আতঙ্কেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের।
Advertisement
বয়স তিরিশের কোটায় হওয়ায় স্বাভাবিক ভাবেই ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তবে ২০০২ সালের তালিকায় নাম না থাকলে সেক্ষেত্রে ১১টি নথির মধ্যে একটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে কমিশন। সেই ১১টি নথির মধ্যে কোনও একটিতে নামের বানান ভুল ছিল জাহিরের।
Advertisement
এসআইআর ঘোষণার পর একাধিকবার সেই ভুল সংশোধনের চেষ্টা করেন তিনি। বিভিন্ন জায়গায় যান। এই পরিস্থিতিতে সেই ভুল সংশোধন করা সম্ভব হয়নি বলে খবর। এরপরই আতঙ্কে ভুগতে থাকেন জাহির। ঘরছাড়া হওয়ার ভয় মনে গেঁথে যায়।
পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন জাহির। একই দাবি করেছে তৃণমূলও। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে যান পূর্তমন্ত্রী পুলক রায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন মোহন শেখ নামে এক প্রৌঢ়। বয়স ৫৫ বছর। মৃতের পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় মোহনের নাম ছিল না। এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি।
মোহনের বাড়ি মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকায়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় দেশ ও ঘর ছাড়া হওয়ার দুশ্চিন্তায় ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। মনমরা থাকতেন। বাড়ির লোকজন বোঝানোর চেষ্টা করলেও আতঙ্ক কাটেনি।
পরিবারের দাবি, এ দিন সকালে পাড়ার মাঠে কীটনাশক খান মোহন। অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারাই তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কান্দি থেকে বহরমপুরে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মোহনের। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে ‘এনআরসি আতঙ্কে’আত্মহত্যা করেছিলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ তাই দাবি করা হয়েছিল। ঠিক তার একদিন পরেই কোচবিহারের দিনহাটায় খইরুল শেখ নামে এক প্রৌঢ় আত্মহত্যার চেষ্টা করেন! পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তা নিয়ে আতঙ্কে ছিলেন বছর ষাটের ওই বৃদ্ধ।
অন্যদিকে গত বৃহস্পতিবার ইলামবাজারে ৯৫ বছর বয়সি ক্ষিতীশ মজুমদার নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, ২০০২ সালের তালিকায় তাঁর নাম ছিল না। সেই নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। এই তিন ঘটনার রেশ কাটতে না কাটতেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দিরের বাসিন্দা কাকলি সরকার। এসআইআর ঘোষণার পর থেকেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
এসআইআর আতঙ্কে তামিলনাড়ুতে অসুস্থ হয়ে মৃত্যু হয় পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরার। তাঁর ছেলে বাপি সাঁতরার অভিযোগ, এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। গতকাল হুগলির ডানকুনি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাসিনা বেগমের।
আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে ছিল সংবিধান। মিছিল থেকে কেন্দ্রকে নিশান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন উলুবেড়িয়ার জাহির মাল এবং কান্দির মোহন শেখ। উল্লেখ্য, এসআইআর ঘোষণা হতেই রাজ্যবাসীর মনে হাজার প্রশ্ন ভিড় করছে। অজানা আতঙ্ক তাড়া করছে সবাইকে।
Advertisement



