কেন্দ্রের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযােগ অমিতের

তিন মাস অন্তর জিএসটি পরিষদের বৈঠক হওয়ার কথা, যদিও ২০২০ সালের অক্টোবরে শেষবার এই বৈঠক হয়েছিল অতিমারীর মধ্যেই। এরপর ছ’মাস এই বৈঠক করেনি কেন্দ্র।

Written by SNS Kolkata | May 14, 2021 5:45 pm

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। (File Photo: IANS)

তিন মাস অন্তর জিএসটি পরিষদের বৈঠক হওয়ার কথা, যদিও ২০২০ সালের অক্টোবরে শেষবার এই বৈঠক হয়েছিল অতিমারীর মধ্যেই। এরপর ছ’মাস এই বৈঠক করেনি কেন্দ্র। এমনকী ভারচুয়াল বৈঠকও নয়।

ফলে লঙ্ঘিত হয়েছে সংবিধান, তাই অবিলম্বে এই বৈঠক ডাকা হােক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে লিখেছেন, সংবিধানের ২৭৯ এ অনুচ্ছেদে লেখা ।

মনে করিয়ে বলেন, সেখানে লেখা ছিল প্রতিটি অর্থবর্ষে অন্তত ত্রৈমাসিক সময়কালে একবার করে বৈঠকে বসবে পরিষদ।